• ঢাকা
  • শনিবার, ০৬ Jul ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ


প্রকাশের সময় : জুলাই ২, ২০২৪, ৮:০৬ PM / ৩৫
বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২৩-২০২৪ এর আওতায় খরিপ ২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পৌরসভা ও ৫ টি ইউনিয়নের ১ হাজার ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে ইউ.এন.ও মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১আসনের সংসদ সদস্য এ্যাড.আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক ,ভাইস চেয়ারম্যান কাজী আমানুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মিতা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা ড.ভবসিন্ধু রায়,প্রমুখ।