• ঢাকা
  • সোমবার, ০১ Jul ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

শিবগঞ্জে বাল্য বিয়ে-শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ২৭, ২০২৪, ১১:০৯ PM / ২৩
শিবগঞ্জে বাল্য বিয়ে-শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

মোঃ আমিনুল হক, আঞ্চলিক প্রতিনিধি(চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের যৌথ আয়োজনে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়। কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা। এ সময় আরও বক্তব্য রাখেন, কমিউনিটি ফ্যাসিলিটর আলী হায়দার বাপ্পি ও কাশিয়াবাড়ী মসজিদের ইমাম ফিরোজ হোসেনসহ স্থানীয় আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সমাজকর্মী, সুধীজন, কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বক্তারা- শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।